তেল নেবেগো, তেল?

 এস. এম. ফরিদুল ইসলাম

--------------------------
তেল নেবেগো, তেল?
দেখে তেলের তেলেসমাতি,
তেল চর্চায় গোটা জাতি।
তেলের গুনেই পারগো তুমি,
তেল না হলেই ফেল!
তেল নেবেগো, তেল?
তেল নেবেগো, তেল?
জেনে নাও এই মন্ত্রখানি,
তেলপড়াতেই বিপদ পানি।
তেল না হলেই সামনে তোমার-
ফাঁসি নয়তো জেল!
তেলে নেবেগো, তেল?
তেল নেবেগো, তেল?
তেলেই পুষ্টি, তেলেই স্বাদ
তেল ছাড়া সবকিছুই বাদ।
তেল না দিলেই পড়বে তোমার-
ন্যাড়া মাথায় বেল!
তেল নেবেগো, তেল?
তেল নেবেগো, তেল?
হেড অফিসের বড়বাবু,
তিনি নাকি তেলেই কাবু।
সুবাসিত তেল মালিশেই
দেখান বেজায় খেল!
তেল নেবেগো, তেল?
তেল নেবেগো, তেল?
তেলে খোলে ভাগ্যজ্যোতি।
তেলেই রক্ষা, তেলেই গতি
তেলবাজিতেই মুক্তি তোমার,
চড়বে সুখের রেল!
তেল নেবেগো, তেল?
…………………..................................……
12 নভেম্বর 2020, চাঁপাইনবাবগঞ্জ।

Comments